ভালো খেললে সিভিক ভলান্টিয়ারের চাকরি: মমতা

৮১ জনকে খেলাশ্রী সম্মানে ভূষিত করল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সোমবার (২৮ জানুয়ারি) নেতাজি ইনডোরে পুরস্কার প্রদানের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ভালো খেললে সিভিক ভলান্টিয়ারের চাকরি দেওয়া হবে। খেলোয়াড়দের জন্য পেনশনের ভাবনা রয়েছে সরকারের। বিভিন্ন ক্লাব থেকেই এগিয়ে নিয়ে যেতে হবে রাজ্যের সংস্কৃতি।

মুখ্যমন্ত্রী জানান, আগের সরকারের থেকে ক্রীড়া বরাদ্দ ৭ গুণ বেড়েছে। ৫ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হচ্ছে ২৪ হাজার ক্লাবকেয যাতে তারা ক্লাবের পরিকাঠামো সঠিকভাবে গড়ে তুলতে পারেন।

রাজ্য সরকার আন্তরিক সাহায্যের প্রচার চায় না বলে জানিয়ে তিনি বলেন, অনেকে শুধু নির্বাচনের আগেই ক্লাবকে অনুদান দেন। আমরা তা করিনি। অনেকে আবার এজেন্সির ভয়ে ক্লাবকে সাহায্য করতে ভয় পান। আবার অনেকে খেলোয়াড়রা জিতলে শুধু টুইট করেন।

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগে মমতা একে একে তুলে আনেন গোপনীয়তা রক্ষায় হস্তক্ষেপ, এনআরসি থেকে বিভিন্ন বিষয়। বাংলার সংস্কৃতিকে জাগিয়ে তুলে সবাইকে এক হয়ে চলার ডাক দেন তিনি।

মমতা জানান, ২২১ কোচিং সেন্টারকে এক লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছে। অনেক খেলোয়াড়দের পেনশনও দেওয়া হচ্ছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোজ তিওয়ারি, লক্ষ্মীরতন শুক্লা, শ্যাম থাপা, দিব্যেন্দু বড়ুয়ার মতো নানা ক্রীড়া ব্যক্তিত্ব।

https://www.youtube.com/watch?v=r5eiQBTN1y8

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment