এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রে আরেকটি হাস্যকর ভুল

এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রে আরেকটি হাস্যকর ভুল

এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষার প্রশ্ন নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। শনিবার থেকে শুরু হওয়া এই পরীক্ষায় বাংলা প্রথম পত্র পরীক্ষায় ভুল প্রশ্নপত্র সরবরাহ করা হয়েছে।

এরপর ঢাকার একটি কেন্দ্রে দেখা গেছে একই বিষয়ের বহুনির্বাচনী প্রশ্নে ‘ক’ সেটে লেখা ছিল, ‘১০১৯ সালের সিলেবাস অনুযায়ী’।

যা শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে হাস্যকর বলে মনে হয়েছে।

‘ক’ সেটের ওই প্রশ্নেই ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।  প্রশ্নে দেখা গেছে, বিষয়ের নামের নিচেই তৃতীয় বন্ধনীর ভেতরে লেখা ‘১০১৯ সালের সিলেবাস অনুযায়ী’।

প্রশ্নপত্রে এমন ভুলের বিষয়ে জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল হক বলেন, ‘এটা প্রিন্টিং মিসটেক। এটা মারাত্মক কোনো ভুল নয়। বিজি প্রেসে যারা প্রশ্নপত্র ছাপায় তাদেরকেই এ বিষয়ে সতর্ক হতে হবে। এ ছাড়া আমাদের কিছু করার নেই।  কারণ আমরা প্রশ্ন ছাপিও না, প্রশ্ন দেখিও না’।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment