ইউটিউবে তাহসানের ‘তুমিময় লাগে’ (ভিডিও)

https://www.youtube.com/watch?v=b8byfn7b5Cc

জনপ্রিয় সংগীত তারকা তাহসানের গান মানেই অন্যরকম ভালোলাগা। ভালোবাসা দিবসকে সামনে রেখে শ্রোতা-দর্শকের জন্য ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে গান-ভিডিও ‘তুমিময় লাগে’। মাহমুদ মানজুর ও তাহসান শুভ’র কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন নাভেদ পারভেজ। গানের একটি ছোট্ট অংশে তাহসানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন পাওয়ার ভয়েজ তারকা কর্নিয়া।

মিউজিক ভিডিওতে তাহসান খানের সাথে জুটি বেঁধেছেন সুচিতা। মোশনরক এন্টারটেইনমেন্ট এর তত্বাবধায়নে গানটির ভিডিও নির্মাণ করেছেন ফুয়াদ নাসের।

তাহসান বলেন, ভালোবাসা দিবসে আমার ‘তুমিময় লাগে’ গানটি ভিন্ন আঙ্গিকে করা কাজ। আমার বিশ্বাস শ্রোতাদের ভালো লাগবে। আর ভিডিওতে দর্শক পাবেন ভিন্ন এক তাহসানকে।’

https://www.youtube.com/watch?v=b8byfn7b5Cc

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment