নির্বাচিত হলে ঢাকার প্রতিটা বাসে সিসি ক্যামেরা লাগাবো’

আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, আমাদের নগরীর মানুষ কাপড় চায় না। তারা চায় সুন্দর বাসযোগ্য একটি নগরী। বোনেরা চায় ইভটিজিং মুক্ত শহর। আপনারা আমাকে মেয়র নির্বাচিত করলে ঢাকার প্রতিটা বাসে সিসিটিভি ক্যামেরা লাগানো হবে।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে রাজধানীর মিরপুর-১৩ নম্বর এলাকায় নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন। এসময় ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি মাইনুল হোসেন খান নিখিলসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকার উন্নয়নে নৌকার কোনও বিকল্প নেই উল্লেখ করে আতিকুল ইসলাম আরও বলেন, আমরাই পারবো আমাদের হারিয়ে যাওয়া ঢাকার ঐতিহ্য ফিরিয়ে আনতে।

এর আগে সকাল ১১টার দিকে মিরপুর-১৩ নম্বর কাঁচাবাজার এলাকায় ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। প্রচারণাকালে ভোটারদের মধ্যে লিফলেট তুলে দেন আতিকুল।

উল্লেখ্য, আগামী ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপদে উপনির্বাচনের পাশাপাশি নতুন ১৮ ওয়ার্ডসহ ১৯ ওয়ার্ডে ভোট গ্রহণ হবে। এই নির্বাচনকে সামনে রেখে রাজধানীর বাড্ডা,মেরুল, বেরাইদ, রাতালকুল এলাকায় বইছে উৎসবের আমেজ। এসব এলাকার প্রতিটি গলি প্রার্থীদের পোষ্টার ছেয়ে গেছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment