কাপ্তাই-মহাসড়কে মুরগীর খাদ্যের মালবাহী গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে অাছে।।

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি।।

চট্টগ্রামের রাউজান উপজেলায় পাহাড়তলী বাজারে পূশ্চিম পাশে কালোপুল নামক স্থানে চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কে গতকাল শনিবার বেলা ২ টার দিকে চট্টগ্রাম শহর থেকে অাসা একটি মুরগির খাদ্যের মালবাহী গাড়ি উল্টে রাস্তার কিনারে পরে যায়। বাজারে একজন ব্যবসায়ী জানান, দূর থেকে অামি দেখলাম একটি গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঐ গাড়িতে দূর থেকে বুঝা যাচ্ছে এটি একটি মালবাহী গাড়ী। অামার দোকানে ঘটনার সময় অতিরিক্ত ব্যাস্ততার কারণে ঘটনাস্থলে যেতে পারিনাই। তিঁনি অারোও বলেন, মুরগির খাদ্যের বোঝাই মালবাহী একটি পিক-আপ গাড়ি। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানাগেছে। সরজমিনে গিয়ে দেখাযায়, এই ঘটনায় কাপ্তাই সড়কে অনেক গুলো মুরগীর খাদ্য পড়ে অাছে। ট্রাক উল্টে কেউ আহত বা নিহত হয়েছে কিনা চুয়েটে পুলিশ ফাঁড়িতে মুঠোফোনে যোগাযোগ করা হলে এবিষয়ে কোনো সঠিক তথ্য পাওয়া য়ায়নি। স্থানীয়দের সূত্র মতে, কেউ ক্ষতিগ্রস্ত হয়নি তবে মালামালালের কিছু ক্ষতি হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment