জগন্নাথপুরে মাসিক আইন শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে

মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইন শৃংখলা বিষক সভা ১২ ই মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম এর সভাপতিত্বে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু মিয়া , জগন্নাথপুর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জাহিদুল ইসলাম, জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) নব গোপাল দাস, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল হাসিম, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আরশ মিয়া, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ, সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেন, জগন্নাথপুরের প্রবীন সাংবাদিক বাবু শংকর রায়, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিুকল হক, পাইলগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহান আহমদ, শিক্ষক সাইফুল ইসলাম রিপন প্রমুখ। সভায় জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের দারাখাই নামকস্থানে ডাকাতি, চুরি ছিনতাই রোধে পদক্ষেপ গ্রহনের আহবান জানানো হয়। এছাড়ও জগন্নাথপুরের সার্বিক আইন শৃংখলা উন্নতির ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment