নবাবগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

একটি পরিচ্ছন্ন নবাবগঞ্জ উপজেলা গড়তে “সরকারী পৃষ্ঠপোষকতায় বেসরকারী উদ্যোগে বর্জ্য ব্যবস্থাপনা” কার্যক্রমের উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন। বুধবার দুপুর আড়াইটায় উপজেলা প্রাঙ্গনে উদ্বোধনকালীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিক ও সাংবাদিকসহ সুশিল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দীপক ওয়াস্ট ম্যানেজমেন্ট কোম্পানী চুক্তির ভিত্তিতে পরিচ্ছন্নতার দায়িত্ব নিয়েছেন বলে জানা যায়। মো. তোফাজ্জল হোসেন বলেন, “প্রত্যেকটি গ্রাম হবে শহর” মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার এ ঘোষণা বাস্তবায়ন করার প্রত্যয়ে, একটি পরিচ্ছন্ন নবাবগঞ্জ উপজেলা গড়ার এটি প্রথম ধাপ। উপজেলার প্রতিটি অফিস কক্ষ পরিচ্ছন্নতার মধ্যে দিয়ে এ কার্যক্রমের সূচনা হলো। এরপর রাস্তা-ঘাট, ব্যবসা প্রতিষ্ঠান, বসত বাড়ি, জনবহুল স্থান গুলোকেও এ কার্যক্রমের আওতায় আনা হবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment