দোহারের কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত

দোহারের কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত

Sony showroom

আবুল হাশেম ফকির

সারা দেশের ন্যায় গত ১৪ মার্চ বৃহস্পতিবার ঢাকা দোহার উপজেলার কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ছাত্র ছাত্রীরা পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করেন।২০১৫ শিক্ষা অধিদপ্তরের এক প্রজ্ঞাপনের মধ্য দিয়ে প্রতিবারের ন্যায় এবাও স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৮টি পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৫৯৫ জন ভোটারের মধ্যে ১৪০৫ জন ভোট প্রদান করেন। বাতিল হয় ৬০ টি ভোট। একজন ভোটার সর্ব্বোচ্চ ৮ জন প্রার্থীকে ৮টি ভোট তন্মধ্যে প্রতি শ্রেনীতে কমপক্ষে ১ টি করে এবং যে কোন ৩ টি শ্রেনীতে সর্ব্বোচ্চ ২ টি ভোট দেওয়ার বিধান রেখে ভোট প্রদান করেন শিক্ষার্থীরা। স্টুডেন্ট কেবিনেটে ৫২২ ভোট পেয়ে ৯ম শ্রেণী সানজিদা ১ম স্থান পেয়ে নির্বাচিত,৫২১ ভোটে ৬ষ্ঠ শ্রেনীর ইসরাত জাহান ২য়, ৪৬৮ ভোটে ৬ষ্ঠ শ্রেণির লামিয়া ৩য়, ৪৬৩ ভোটে ১০ম শ্রেণির নাইম হোসেন ৪র্থ,৪৩৮ ভোটে ১০ শ্রেণির জাহিদ হোসেন ৫ম, ৪৩৬ ভোটে ৮ম শ্রেণির আব্দুর রহমান ৬ষ্ঠ,৩৬০ ভোটে ৭ম শ্রেণির এ,বি,সিদ্দিক রেজুয়ান ৭ম, ৩১৮ ভোটে ৭ম শ্রেণির রাহিয়ান হোসেন ৮ম স্থান পেয় নির্বাচিত হয়। নির্বাচনের ফলাফল ঘোষনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক-ই-আযম। ঘোষনার পর কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের মাধ্যমে ছাত্র ছাত্রীরা গনতন্ত্র চর্চা করতে পারবে। তাদের অধিকার সম্পর্কে সচেতন হবে এবং কলেজ বিশ্ববিদ্যালয়ে গেলে শৃঙ্খলা সহ বিভিন্ন বিষয়ে এখন থেকে জ্ঞান লাভ করবে বলে আশা করেন,। সকল শিক্ষার্থীদের উদেশ্যে তিনি আরো বলেন,বিদ্যালয়ের শিক্ষার পাশাপাশি বাসায় গিয়ে শতভাগ লেখা পড়ায় মনোযোগী হতে হবে। পরিক্ষায় প্রতিটি বিষয়ে ভাল ফলাফল নিয়ে পাশ করে লেখাপড়ার প্রতিযোগিতায় কার্তিকপুর উচ্চ বিদ্যালয়কে দোহার সহ বাংলাদেশের সকল বিদ্যালয়ের মাঝে পরিচিতি লাভ করাতে পারলেই তোমাদের আরো বেশী মূল্যায়ন হবে। আরো উপস্থিত ছিলেন,অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষক শিক্ষার্থীরা।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment