মমতার প্রার্থী হয়েই ছবি হাতছাড়া মিমির

ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে টিকিট পেয়েছেন টলিউড অভিনেত্রী।  সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে যাদবপুরের প্রার্থী হিসেবে ঘোষণা করেন। কিন্তু রাজনীতিতে পদার্পণই যেন আজ তার ক্যারিয়ারে দুর্দশা নিয়ে আসলো।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, পরিচালক বিরসা দাশগুপ্তার ছবি ‘বিবাহ অভিযান’-এ মুখ্য চরিত্রে অভিনয় করার কথা ছিল মিমির।  কিন্তু প্রার্থী তালিকায় নাম উঠতে আপাতত বাদ যেতে হলো তাকে। এই ছবির আরেক মুখ্য চরিত্র অভিনেতা অঙ্কুশ।

আপাতত লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তিনি। তাও আবার যাদবপুরের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে। তাই দুদিক একসঙ্গে সামাল দেওয়া একেবারেই অসম্ভব। তাই এই ছবি ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন মিমি। তিনি জানিয়েছেন,তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটাই পালন করবেন তিনি। একইসঙ্গে ‘বিবাহ অভিযান’ ছবির টিমের সাফল্য কামনাও করেছেন মিমি।

ছবিতে অঙ্কুশ ছাড়াও রয়েছেন রুদ্রনীল ঘোষ, সোহিনী সরকার, অনির্বাণ ভট্টাচার্য ও প্রিয়াঙ্কা সরকার। তবে অঙ্কুশের বিপরীতে মিমির পরিবর্তে কাকে নেওয়া হবে, তা এখনও জানা যায়নি। মার্চের শেষে শ্যুটিং শুরু হবে। তার আগেই বাছাই করা হবে অভিনেত্রী।

এসভিএফ প্রযোজিত ওই ছবিতে অভিনয়ের পাশাপাশি স্ক্রিপ্ট এবং ডায়লগও লিখেছেন রুদ্রনীল। দুই পুরুষ চরিত্রকে নিয়ে ছবি। যাদের মধ্যে একজন সবসময় স্ত্রীর থেকে দূরে পালাতে চায় ও অপরজন স্ত্রীকে জীবনে ফিরে পাওয়ার জন্য পাগল।

চলতি সপ্তাহের শুরুতেই প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। সেই তালিকায় মিমি ছাড়াও তারকা প্রার্থী হিসেবে নাম রয়েছে নুসরত জাহানের।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment