সাংবাদিক জামাল খাসোগজিকে হত্যা করেছিলো সৌদি র্যা পিড ইন্টারভেনশন গ্রুপ

সাংবাদিক জামাল খাসোগজি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলো সৌদি র্যা পিড ইন্টারভেনশন গ্রুপ । এ ছাড়া এই গ্রুপের সদস্যরা সৌদি নাগরিকদের নজরদারি, অপহরণ, আটক ও নির্যাতনের মত ঘটনা ঘটায় । আর এই বিষয়গুলো অনুমোদন দেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। । নিউইয়ক সাইমস।

তবে সৌদির কর্মকর্তারা এমন গ্রুপ থাকার বিষয়টি অস্বীকার করেছেন।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তার বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস–এর প্রতিবেদনে লেখা হয়েছে, যুবরাজ সৌদি নাগরিকদের নজরদারি, অপহরণ, আটক ও নির্যাতনের বিষয়গুলো অনুমোদন দেন।

শ্রেণিবদ্ধ গোয়েন্দা প্রতিবেদন দেখে এই তথ্য জানিয়েছেন সেই কর্মকর্তা। তিনি বলেছেন, অভিযান চালানো ওই দলটির নাম সৌদি র্যা পিড ইন্টারভেনশন গ্রুপ।

র্যা পিড ইন্টারভেনশন গ্রুপের সদস্যরাই কিছু গোপন মিশন পরিচালনা করেছেন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তা ও খাসোগজির সহযোগীরা বলেছেন, এই দলটির সদস্যরা খাসোগজিকে হত্যা করেন।

নিউইয়র্ক টাইমস–এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত বছরে সৌদি প্রতিষ্ঠিত নারী অধিকারকর্মীদের আটক ও নির্যাতনের সঙ্গেও র্যা পিড ইন্টারভেনশন গ্রুপ জড়িত।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment