একদলীয় শাসন ব্যবস্থা যেভাবে পাকাপোক্ত হচ্ছে একসময় নির্বাচন কমিশনারেরও প্রয়োজন হবে না বললেন তৈমুর আলম খন্দকার

বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন, বর্তমান সরকারের আমলে যে বিষয়টির বিকাশ ঘটেছে তাহলো প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন। নাম মাত্র নির্বাচনের যে সিস্টেম চালু হয়েছে সেক্ষেত্রে সত্যি করে প্রতিপক্ষের অংশগ্রহণের কোনো সুযোগ নেই। এখন অবস্থা এমন হয়েছে, মার খাব কিন্তু নালিশও করতে পারবো না। শুক্রবার রাতে সময় টেলিভিশনের ‘সম্পাদকীয়’ টকশোতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, একদলীয় শাসন ব্যবস্থার দিকে সরকার যেভাবে এগুচ্ছে সেদিক থেকে দেশ এখন এক দলীয় শাসন ব্যবস্থার অধীনে পাকাপোক্ত হয়েছে। পরবর্তীতে হয় তো নির্বানে কমিশনারেরও প্রয়োজন হবে না। নির্বাচনের অবস্থাও থাকবে না।
তিনি আরো বলেন, আমাদের অবস্থান থেকে আমরা আন্দোলনের চেষ্টা করছি। তবে সব আন্দোলন সব সময় সফল হবে তা নয়। তবে বিএনপির ব্যর্থতা যাই হোক, বিএনপির ব্যর্থতা মানে এই নয় যে, সরকারের সফলতা।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment