জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শিশু সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন

 মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

জগন্নাথপুরের কলকলিয়া -তেলিকোনা সড়কে লেগুনার ধাক্কায় পথচারী শিশু রুয়েল(১১) গুরুতর আহত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শী ও পরিবার সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর -কলকলিয়া -তেলিকোনা সড়কের মোল্লার গাঁও-বালিকান্দী গ্রাম এলাকায় সড়ক পার্শ্ববর্তী সাবুল মিয়ার দোকান এর সামনে গতকাল ২৪ শে মার্চ রবিবার বিকালের দিকে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ছাতারকই গ্রাম নিবাসী মোঃ রবি উল্লাহ’র শিশু ছেলে মোঃ রুয়েল মিয়া (১১) দাড়ানো ছিল।এই সময় তেলিকোনা অটো-টেম্পু লেগুনা স্ট্যান্ড থেকে ছেড়ে যাওয়া জগন্নাথপুরগামী যাত্রীবাহী একটি লেগুনার( সিলেট -গ-১১-২৩-৭২)ধাক্কায় শিশু রুয়েল ছিটকে পড়ে এবং গুরুতর আহত হয়।তাৎক্ষণিক ভাবে দোকান এর মালিক সাবুল মিয়া ও তার(রুয়েল) মা রুবেনা বেগম সহ স্থানীয়রা তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশংকাজনক হওয়ায় সিলেটে রেফার করেন।সে বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বর্তমানে তার অবস্থা উন্নতির পথে বলে পরিবারের লোকজন জানিয়েছেন। সহায় সম্বলহীন পরিবারের সন্তান রুয়েল দীর্ঘদিন ধরে মা রুবেনার সাথে মামা বাড়ী জগন্নাথপুর উপজেলার বালিকান্দী গ্রামে বসবাস করে আসছে। দুর্ঘটনার পরপরই গাড়ী চালক জগন্নাথপুর উপজেলার শ্রীধরপাশা গ্রামের মোঃ নাসির পালিয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment