৫ম উপজেলা পরিষদ নবাবগঞ্জের পাঁচ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মহাব্যস্ত

স্টাফ রিপোর্টার.

আগামী ৩১মার্চ ৪র্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন ঢাকার নবাবগঞ্জে অনুষ্ঠিত হবে। এ উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন যতই এগিয়ে আসছে তাদের ব্যস্ততাও বেড়ে যাচ্ছে। ভোটের আশায় ছুটে বেড়াচ্ছেন নবাবগঞ্জের এ প্রান্ত থেকে ও প্রান্ত। উন্নয়নের প্রতিশ্রতি দিয়ে চেষ্টা করছেন ভোটারদের মন জয় করার জন্য। প্রার্থীরা ভোটারদের দিচ্ছেন প্রতিশ্রুতি আর ভোটাররা প্রার্থীদের দিচ্ছেন ভোট দেওয়ার আশা। জয়ের ব্যাপারে আশাবাদী সব মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আসন্ন নবাবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিনের স্ত্রী মরিয়ম জালাল শিমু। তিনি গত নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন। নবাবগঞ্জে রয়েছে তার ব্যাপক পরিচিতি। আছে গ্রহণযোগ্যতাও। ভোটারদের দ্বারে দ্বারে দিনরাত প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। আসন্ন নির্বাচনে পুনরায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন হাঁস প্রতীক নিয়ে নির্বাচন করা এই নারী প্রার্থী। প্রজাপতি প্রতীক নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার। যেহেতু আগে মহিলা ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন তাই তারও রয়েছে পরিচিতি। এছাড়া কলস প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে প্রচারণা চালাচ্ছেন জয়কৃষ্ণপুর ইউনিয়নের ঘোষাইল এলাকার রেশমা আক্তার। নবাবগঞ্জের পশ্চিমাঞ্চল উপজেলার জয়কৃষ্ণপুর, শিকারীপাড়া, বারুয়াখালী, নয়নশ্রী ও বান্দুরা ইউনিয়নের ভোটারদের আলোচনায় রয়েছে তিনি। চূড়াইন ইউনিয়নের চরমধুচরিয়া গ্রামের শিরিন চৌধুরী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেলাই মেশিন প্রতীক নিয়ে। জয়ের ব্যাপারে আশাবাদি এই প্রার্থীও। নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নেতাকর্মীদের নিয়ে। ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করছেন ছোট বক্সনগর গ্রামের সোহানা জামান। প্রতীক পাওয়ার পর থেকে ছুটে বেড়াচ্ছেন তিনি ভোটারদের কাছে। উপজেলার বিভিন্ন স্থানে প্রচারণা চালাচ্ছেন। ভোটারদের দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment