জগন্নাথপুরে “শাহজালাল মহাবিদ্যালয়” এর এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

 মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

জগন্নাথপুরের “শাহজালাল মহাবিদ্যালয়” এর এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। বুধবার (২৭ শে মার্চ )দুপুরে সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলার অন্তর্গত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান “শাহজালাল মহাবিদ্যালয় ” এর ২০১৯ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মোঃ আব্দুল আবদুল মতিন এর সভাপতিত্বে ও অত্র প্রতিষ্ঠানের অর্থনীতি বিভাগের প্রভাষক মোঃ জহিরুল ইসলাম এর পরিচালনায় কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সমম্পন্ন আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,কলকলিয়া ইউনিয়নের তিনবারের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী শাহজালাল মহাবিদ্যালয়ের গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম ও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,শিক্ষানুরাগী মোঃ আব্দুল কাহার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অত্র মহাবিদ্যালয় এর প্রভাষক মোঃ এনামূল কবির, মোঃ শিব্বির আহমদ , প্রভাষক রিংকর রায়, প্রভাষক দেবাশীষ রায়, প্রভাষক মোঃ হাসানুজ্জামান খাঁন, প্রভাষক মোঃ আবু তাহের, প্রভাষক মোঃ মাহমুদ সুলতান,প্রভাষক মির্জা মোঃ আমিনুল হক, প্রভাষক মোঃ মহি উদ্দীন, প্রভাষক মোঃ নিজাম উদ্দিন,প্রদর্শক মোঃ আমিরুল ইসলাম,প্রদর্শক প্রশান্ত চন্দ রায়, শরীর চর্চা শিক্ষক ঝন্টু তালুকদার। পরীক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ সানু মিয়া,মোঃ হাসান আহমদ ,অমর সানি,মোঃ ধন মিয়া ,মোঃ সাদিকুর রহমান সৌরভ ,মোছাঃ ফারিয়া রহমান তামান্না ও প্রবেশ দেবনাথ প্রমূখ। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন,অত্র মহাবিদ্যালয় এর শিক্ষার্থী মোঃ মোরাদ আহমদ ও গীতা পাঠ করেন কাজল দেবনাথ এবং মাঙ্গলিক পত্র পাঠ করেন মোঃ সাইফুর রহমান। বক্তরা তাদের বক্তব্যে বলেন, একমাত্র সুশিক্ষায় শিক্ষিত জাতিরাই দেশ গঠনে অগ্রনী ভুমিকা পালন করে। অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন থেকে সুনামের সহিত প্রতি বছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ভাল ফালাফল করে আসছে। বরাবরের মত এবারও শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় ভাল রেজাল্ট করবে বলে আশাবাদ ব্যাক্ত করেন। পরীক্ষার্থাদের সুন্দর ভাবে নকল মুক্ত পরীক্ষা দিয়ে অতীতের সুনাম অক্ষুণ্ণ রাখার আহবান জানান । এবারের এইচএসসি(২০১৯সাল) পরীক্ষায় অত্র “শাহজালাল মহাবিদ্যালয়” থেকে ২২৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। তমধ্যে ১৩০ জন ছাত্রী ও ৯৬ জন ছাত্র রয়েছেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment