এফআর টাওয়ারে উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা

এফআর টাওয়ারে উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা

Globe aire ac

রাজধানী ঢাকার বনানীতে এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করেছে ফায়ার সার্ভিস।

শুক্রবার বেলা আড়াইটার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

ফায়ার সার্ভিসের ঢাকা জোনের সহকারী পরিচালক সালেহ উদ্দিন বলেন, উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে। এখন ভবনটি পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে সকাল ৮টার দিকে দ্বিতীয় দিনের মতো ভবনটিতে উদ্ধার অভিযান শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এদিন নতুন করে কোনো মরদেহ পাওয়া যায়নি।

ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন শতাধিক। আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে এ দুর্ঘটনায় নিহত সবার পরিচয় পাওয়া গেছে। এখন পর্যন্ত ২৪ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বনানীর ১৭ নম্বর রোডে ২২তলা বিশিষ্ট এফআর টাওয়ারে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই সেটা কয়েকটি তলায় ছড়িয়ে পড়ে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯ ইউনিট কাজ করে। সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীসহ, র‌্যাব-পুলিশ উদ্ধার তৎপরতায় নিয়োজিত ছিল। প্রায় পাঁচ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment