নবাবগঞ্জে নৌকাকে জয়ী করতে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ

নবাবগঞ্জে নৌকাকে জয়ী করতে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ

নবাবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ আব্দুল বাতেন মিয়াকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়েছেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতাকর্মীরা।
গত বৃহস্পতিবার নির্বাচনী সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৪ আসনের সাবেক এমপি, ঢাকা উত্তর মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবিনা আক্তার তুহিন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: জালাল উদ্দিন। বক্তারা আব্দুল বাতেন মিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বর্ণনা দিয়ে আরো বলেন, আব্দুল বাতেন মিয়া তার রাজনৈতিক জীবনে দলকে টিকিয়ে রাখতে শুধু ত্যাগই করে গেছেন বিনিময়ে কিছুই পাননি। তাই তার জীবনের শেষ সময়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করে একটু সম্মান দিতে প্রধানমন্ত্রী তাকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দিয়ে নৌকার প্রার্থী করেছেন। তাকে জয়ী করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সম্মান রক্ষা করতে হবে। তাকে নির্বাচিত করতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিদিন সকাল থেকে গভীর রাত অবধি নৌকা প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী গণসংযোগ ও সাধারণ ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment