প্রধানমন্ত্রী সবসময় অবলীলায় মিথ্যা বলেন: ফখরুল

প্রধানমন্ত্রী সবসময় অবলীলায় মিথ্যা বলেন: ফখরুল

আজ শনিবার রাজধানীর পল্টনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ের মৈত্রী মিলনায়তনে বাংলাদেশ কল্যাণ পার্টির চতিুর্থ জাতীয় কাউন্সিলে প্রধান অতথির বক্তব্যে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিথ্যা বক্তব্য দিয়েছেন বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বলেন, ‘প্রধানমন্ত্রী সবসময় অবলীলায় মিথ্যা বলেন। গতকালও তিনি বলেছেন- বিএনপির বিরুদ্ধে কোনও মামলাই মিথ্যা নয়। এসব কথা কি কেউ বিশ্বাস করে? সারা দেশের মানুষ জানে মামলাগুলো সত্য না মিথ্যা।’

শুক্রবার গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা হয়নি বলে মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘যারা অগ্নিসন্ত্রাস ও মানুষ পুড়িয়ে হত্যাসহ নানা অপকর্মে সম্পৃক্ত ছিল, তাদের বিরুদ্ধেই মামলা হয়েছে। বিএনপি থেকে চিৎকার করা হচ্ছে, তাদের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা করা হয়েছে। একটাও মিথ্যা মামলা হয়নি।’

ফখরুল বলেন, ‘বাংলাদেশে রাজনীতিকে কবর দেওয়া হয়েছে। দেশে এখন আর কোনও রাজনীতি নেই। সমস্ত কিছুকে ধ্বংস করে দেয়া হয়েছে।’

‘এই সরকারের প্রধানমন্ত্রী সবসময় অবলীলায় মিথ্যা বলেন। গতকালও (শুক্রবার) তিনি বলেছেন- বিএনপির বিরুদ্ধে কোনও মামলাই মিথ্যা নয়। এগুলো কি কেউ বিশ্বাস করে? আজকে সারা দেশের মানুষ জানে মামলাগুলো সত্য না মিথ্যা।’

তিনি বলেন, ‘নির্বাচনের আগে যখন আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলাম, তখন তিনি বলেছিলেন- আপনাদের বিরুদ্ধে যে সমস্ত মামলা দেওয়া হয়েছে সেগুলোর তালিকা দেন।’

‘আমরা তালিকা দেওয়ার পরে কি দেখলাম? সেই মামলার তালিকা ধরে ধরে আমাদের নেতাকর্মীদেরকে আরও বেশি গ্রেপ্তার করা হলো, গায়েবি মামলার পরিমানও আরও বেড়ে গেলো। এই হলো প্রধানমন্ত্রীর আশ্বাস।’

চক্রান্তকারীদের সঙ্গে আপস করে সরকার অবৈধভাবে ক্ষমতায় আছে বলে মন্তব্য করে বিএনপি নেতা বলেন, ‘এই সরকার অত্যন্ত সচেতনভাবে যারা ওয়ান ইলেভেনে চক্রান্ত করেছে তাদের সঙ্গে আপস করে ক্ষমতায় আছে। তাদের সঙ্গে জনগণ নেই, বন্দুকের নলের জোরে তারা ক্ষমতায় আছে।’

রাষ্ট্রযন্ত্র করায়ত্ব করে জোর করে ক্ষমতা ধরে রাখলেও এভাবে সরকার বেশিদিন টিকে থাকতে পারবে না বলেও মন্তব্য করেন ফখরুল।

‘নির্বাচনে পরাজিত হয়েছে আওয়ামী লীগ’
২০ দলীয় জোট ও জাতীয় ঐকফ্রন্টের মধ্যে কোনও বিভেদ নেই উল্লেখ করে ফখরুল বলেন, ‘যে উদ্দেশে বিশ দলীয় জোট ও জাতীয় ঐকফ্রন্ট গঠিত হয়েছিল সে লক্ষ্যে আমরা এখনো অবিচল রয়েছি।’

‘৩০ ডিসেম্বরের নির্বাচনে বিএনপি পরাজিত হয়নি। কে বলেছে আমাদের পরাজয় হয়েছে? পরাজিত হয়েছে তো আওয়ামী লীগ। তারা এখন জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন।’জনগণকে সঙ্গে নিয়ে অপ্রতিরোধ্য আন্দোলন বুকের ওপর যে জবরদল পাথর-দানব বসে আছে তাদেরকে সরিয়ে দেওয়া হবে বলেও মন্তব্য করেন ফখরুল।

এসময় তিনি দলের কারাবন্দি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ দাবি করে পছন্দমত হাসপাতালে চিকিৎসা নেওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানান। কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের সভাপতিত্বে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কল্যাণ পার্টির যুগ্ম মহাসচিব এম এম আমিনুর রহমান, বিএনপি নেতা আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment