দোহারের মাহমুদপুরে দুস্থ অসহায় শিশুদের মাঝে স্কুল ব্যাগ বিতরন

আবুল হাশেম ফকির

গত ৮ এপ্রিল সোমবার বিকালে সোসাইটি ফর ইসলামিক ট্রেনিং সেন্টার বাংলাদেশ এর ব্যবস্থাপনায় ঢাকা জেলার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শেখ রাসেল প্রার্থমিক বিদ্যালয়ে গরীব ও অসহায় একশত চল্লিশজন শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরন করা হয়। এতে প্রাধন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আক্তার রিবা। তিনি তার বক্তবে বলেন,” এত দিন আশেপাশে স্কুল না থাকায় মাহমুদপুর আশ্রয়ন প্রকল্পের শিশুরা শিক্ষার সুযোগ সুবিধা ধেকে বঞ্চিত ছিল।এখন এ স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে এখানকার শিশুরা পড়ালেখা করতে পারছে। এই স্কুলের উন্নয়নে যে সকল কর্তা ব্যাক্তি হাল ধরেছেন তাদের প্রতি ভূয়সী প্রশংসা করেন আফরোজা আক্তার রিবা।এর আগে এই স্কুলের জন্য বিলাশপুরের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক লায়ন আব্দুল সালাম চৌধুরীর মাধ্যমে প্রস্তাবিত শহিদ মিনার ও ৬ টি সিলিংফ্যান পেয়েছেন এবং ইউনিয়নের চেয়ারম্যান একটি বাথরুম করে দিয়েছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার( ভূমি) সালমা খাতুন। আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলা আক্তার,সোসাইটির পক্ষে লস্কর সাইফুল ইসলাম,মো. রিয়াজ উদ্দিন, মো. মাসুদুর রহমান, মাহমুদপুর ইউনিয়নের সচিব ফারজানা আক্তার, সাংবাদিক, শিক্ষক, ছাত্র ছাত্রী এবং অভিবাবকবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন মুন্সী। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা নেচে-গেয়ে অনুষ্ঠানটি আকর্ষনীয় করে তোলেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment