ভিজিডি চাল উধাও, আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান আটক

 হিলি (দিনাজপুর) প্রতিনিধি:

হিলিতে দুস্থ্য নারীদের জন্য বরাদ্দকৃত ভিজিডি চাল আত্মসাতের অভিযোগে হাকিমপুর উপজেলার ৩নং আলীহাট ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক গোলাম রসূল বাবুকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর বাজার থেকে তাকে আটক করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম জানান, ইউপি চেয়ারম্যান গোলাম রসুল খাদ্যগুদাম থেকে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের ৬৯৮ জন ভিজিডি কার্ড ভোগীর চাল উত্তোলন করেন। প্রত্যককে জন্য প্রতি মাসের বরাদ্দ ৩০ কেজি চাল। কিন্তু চেয়ারম্যান গতকাল মঙ্গলবার ভুক্তভোগীদের মাঝে শুধু জানুয়ারি মাসের চাল বিতরণ করেন। আর ফেব্রুয়ারী মাসের চাল বিতরন করা হয় নি এমন অভিযোগ পেয়ে রাত ৮টার দিকে ইউনিয়ন পরিষদে গেলে ফেব্রুয়ারি মাসের চালের কোনো হদিস দিতে পারেননি তিনি। পরে চাল আত্মসাতের অভিযোগ এনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা লস্কর গোলাম রসুলের বিরুদ্ধে মামলা করেন

হাকিমপুর থানার কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুস্থ্যদের চাল আত্মসাতের অভিযোগে তাকে আটক করা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment