নরেন্দ্র মোদির প্রশংসায় তসলিমা নাসরিন

নরেন্দ্র মোদির প্রশংসায় তসলিমা নাসরিন

ভারতে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেছেন। ডেইলি অপিনিয়নকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘নরেন্দ্র মোদির শাসনামলে আমার মত প্রকাশের ক্ষেত্রে কোনো বাধা আসেনি’।

দেশটির ক্ষমতাসীন বিজেপিকে কংগ্রেসের তুলনায় ভালো বলেই বোঝাতে চেয়েছেন তসলিমা তার সাক্ষাৎকারে।

একই সাক্ষাৎকারে তিনি ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেছেন। বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিন মমতার বিরুদ্ধে তাকে কলকাতায় প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ তোলেন।

 

তিনি আক্ষেপ করে বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দুজনই নারী হওয়ার পরও তারা তাদের দেশে একজন নারীবাদীকে ঢুকতে দিচ্ছে না।

তসলিমা নাসরিন বিজেপি সরকারের আবার ক্ষমতায় আসাকে মুসলমানদের জন্য হুমকি মনে করেন না। তবে গরুর মাংস নিয়ে মুসলমানদের হত্যা ও নির্যাতনের বিচারে মোদি সরকার কাজ করবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

তসলিমা নাসরিন বলেন, ভারতে প্রায় ২০ কোটি মুসলমানের বাস। ভারত তাদের নিজেদের ভূমি। তাদের ভারত থেকে বের করে দেওয়া সম্ভব না। তারা ভারতীয়। এখন পর্যন্ত অন্যান্য দেশের মুসলমানদের তুলনায় ভারতীয় মুসলমানরা শান্তিপূর্ণ।

তবে মুসলমানদের বিজেপিকে ভোট দেওয়ার বিষয়ে তসলিমা নাসরিন সরাসরি কোনো মন্তব্য করেননি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment