নবাবগঞ্জে নদীতে ভাসমান অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার (ভিডিও)

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

ঢাকার নবাবগঞ্জ উপজেলার ইছামতি নদীতে ভাসমান অজ্ঞান (৫৫) বছর বয়সী একব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকাল সাড়ে ৩টায় উপজেলার বাগমারাবাজার ঘাট থেকে শরীরে পঁচন ধরা ঐ লাশ উদ্ধার করা হয়। মরদেহের মুখে কাচা-পাকাছোট ছোট দাড়ি আছে।

https://www.youtube.com/watch?v=ZVToPKt250w&feature=youtu.be&fbclid=IwAR35Qqx0pIXRkdwrwQ6Q4Js2IKoLFkyQcvy2DPhLbRwgYVskhMrk7mWsJzg

শরীরে কালো রংয়ের গেঞ্জি ও কালো ফুল প্যান্ট পড়া। ডানহাতে কালো রংয়ের গ্লাভস পড়া ছিল।নবাবগঞ্জ থানার উপপরিদর্শক ও সেকেন্ড অফিসার মুন্সি আশিকুর রহমান এ তথ্যনিশ্চিত করে জানান, ন্থানীয়দের সংবাদ পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। লাশেরময়নাতদন্তের জন্য আজ কিংবা কাল স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালমর্গে পাঠানো হবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment