নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মী নিহত

স্টাফ রিপোর্টার, নওগাঁঃ

নওগাঁ সদর ফায়ার সার্ভিস স্টেশনের সামনে মোটর সাইকেলের ধাক্কায়মাহবুব হাসান (৪২) নামে জয়পুরহাট ফায়ার সার্ভিস স্টেশনের এক কর্মী (হাবিলদার) নিহতহয়েছে। শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মাহবুবের বাড়ি নওগাঁর মহাদেবপুরউপজেলার খঞ্জনপুর গ্রামে।উপ-সহকারি পরিচালক ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স নওগাঁর একেএম মোরশেদ বলেন, মাহবুবজয়পুরহাট ফায়ার সার্ভিসের হাবিলদারের দায়িত্ব পালন করছিলেন। শনিবার (২৭-০৪-২০১৯) ছুটিতেএসে নওগাঁ ফায়ার স্টেশনের সহকর্মীদের সাথে দেখা করতে আসেন। স্বাক্ষাত শেষে রাত ৯টার দিকেনওগাঁ-বগুড়া মহাসড়ক পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে গুরুত্বর আহতঅবস্থায় নওগাঁ সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গতকালরোববার সকালে নওগাঁ ফায়ার সার্ভিস স্টেশনে তাকে ফুলের শ্রদ্ধা জানানো শেষে জানাজাঅনুষ্ঠিত হয়। দুপুরে তার গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে সেখানেই তার দাফন করাহয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment