মন্দিরে রোজাদারদের জন্য ইফতারের আয়োজন করেছেন হিন্দু সন্ন্যাসীরা

রাম মন্দির না বাবরি মসজিদ! এই বিতর্কে বহু বছর ধরে রাজনীতির আগুনে দগ্ধ হয়েছে অযোধ্যা। সেই ক্ষতে প্রলেপ লাগানোর কাজ এবার নিজেরাই সারলেন অযোধ্যাবাসী। অযোধ্যার মন্দিরেই আয়োজন হল ইফতার পার্টির।

সোমবার অযোধ্যার ৫০০ বছরের পুরনো সরযু কুঞ্জ মন্দিরে মুসমিল রোজাদারদের জন্য ইফতারের আয়োজন করেছেন হিন্দু সন্ন্যাসীরা। এই মন্দির থেকে ছিল ছোড়া দূরত্বে বিতর্কিত রাম জন্মভূমি এলাকা। কোনও রকম রাজনীতির রং বাদ দিয়েই ইফতারের আয়োজন করেছে সন্ন্যাসীরা।

এই অনুষ্ঠানের গায়ে যাতে রাজনীতির রং না লাগে, তার জন্যই সপ্তম দফার ভোট শেষ হওয়ার পর ইফতারের আয়োজন করা হয়েছে। অযোধ্যায় সব ধর্মের মানুষের মধ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতেই এই অরাজনৈতিক আয়োজন বলে জানিয়েছেন মোহান্ত যুগল কিশোর শরণ শাস্ত্রী।

আপনি আরও পড়তে পারেন