বোয়ালমারী উপজেলাকে মাদকমুক্ত গড়ার লক্ষে (ওসি) একে এম শামীম হাসান এর বিশেষ উদ্যোগ

ফরিদপুরের  বোয়ালমারী উপজেলাকে মাদকমুক্ত হিসেবে গড়ে তোলার লক্ষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম শামীম হাসান বিশেষ উদ্যোগ নিয়েছেন। আত্মসমর্পণকারীদের স্বাভাবিক জীবনে ফেরার জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।

রবিবার রাতে উপজেলার গুনবহা ইউনিয়নের চাপলডাঙ্গা গ্রামের নূর মোহাম্মদের মাদকসেবী ছেলে বাবলু শেখ (৪৫) আত্মসমর্পণ করেন। তাকে স্বাভাবিক জীবনে ফিরে যেতে ওসি একটি অটোভ্যান কিনে

দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং তার ছেলের পড়াশোনার দায়িত্ব গ্রহণ করেন। শিশুটিকে স্কুল ড্রেস কিনে দেওয়াসহ বেশ কিছু প্রতিশ্রুতিও দেন ওসি।

এ ব্যাপারে ওসি শামীম হাসান  বলেন, ‘মাদক ব্যবসা ও সেবন ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে পুলিশ সুপার মো. জাকির হোসেন স্যারের নির্দেশনায় সে সুযোগ দেয়া হবে। পাশাপাশি তাদের  কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। যার ফলে মাদক ব্যবসা ছেড়ে তারা সুস্থ জীবনে

ফিরতে উৎসাহিত হবে।’

ওসি জানান, মাদকমুক্ত বোয়ালমারী গড়ার লক্ষে এই কৌশল গ্রহণ করা হয়েছে। পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে কাজ করছে তার থানা পুলিশ।

ওসির এ ধরনের উদ্যোগকে স্বাগতম জানিয়েছে মাদকবিরোধী আন্দোলন ও সামাজিক সংগঠন তরুণের আহ্বায়কসহ সুশীল সমাজ।

আপনি আরও পড়তে পারেন