বাবা-মার মুক্তি মিললেও তিন শিশু ৬ মাস ধরে ভারতের কারাগারে

বাবা-মার মুক্তি মিললেও পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার তিন শিশু ৬ মাস ধরে ভারতের কারাগারে বন্দী আছেন। সন্তানদের মুক্তির জন্য দেশের বিভিন্ন দপ্তরে ঘুরেও কোনো সমাধান পাচ্ছেন না ওই তিন শিশুর বাবা-মা। জানা যায়, ইন্দুরকানী উপজেলার রামচন্দ্রপুর গ্রামের নান্টু ফরাজী ও তার স্ত্রী লাকী বেগম দুই শিশু কন্যা ও এক শিশু পুত্রকে নিয়ে ২০১৮ সালের ১৯ নভেম্বর ভারতের দিল্লী থেকে বাংলাদেশে ফিরছিলেন। তবে ফেরার পথে ভারতের বনগাঁ জেলার গোপাল নগর থানার পুলিশ তাদের আটক করে।

পরে পুলিশ আদালতের মাধ্যমে নান্টু ফরাজী ও তার স্ত্রীকে দমদম সেন্ট্রাল জেলে পাঠায়। অপরদিকে তিন সন্তান তানিয়া আক্তার (১৩), হেনা আক্তার (৯) ও রাহান উদ্দিন ফরাজীকে (৮) পৃথক জেলে পাঠায়। এর চার মাস পর আদালতের নির্দেশে নান্টু ফরাজী ও তার স্ত্রীকে মুক্তি দিয়ে বাংলাদেশে পাঠানো হয়। কিন্তু ৬ মাস পরও তিন সন্তানের মুক্তি মেলেনি। কোন জেলে আছে তাও তারা জানেন না। এ অবস্থায় সন্তানদের জন্য উদ্বেগ প্রকাশ করছেন তারা। বাবা নান্টু ফরাজী জানান, স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে দিল্লী থেকে বাংলাদেশে ফেরার পথে গোপাল নগর থানা পুলিশ তাদের আটক করে। এরপর আদালতের তাদের দমদম জেলে এবং তিন সন্তানকে পৃথক জেলে পাঠায়। কিন্তু আদালত চার মাস পর স্ত্রীসহ তাকে মুক্তি দিয়ে দেশে পাঠিয়ে দেয়। কিন্তু তিন সন্তানের কোনো সন্ধান ৬ মাস পরও মেলেনি। দেশে এসে সন্তানদের জন্য বিভিন্ন দপ্তরে ঘুরেও কোনো সমাধান পাননি তিনি। এজন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে নান্টু ফরাজী বলেন, ‘আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমার সন্তানদের যাতে ফেরত পেতে পারি, তার জন্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।’

আপনি আরও পড়তে পারেন