হাত-পা-মুখ বাঁধা ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

হবিগঞ্জে হাত, পা ও মুখ বাঁধা, বিবস্ত্র অবস্থায় সাবাজ মিয়া (২৫) মিয়া নামে এক টমটম (ব্যাটারি চালিত ইজিবাইক) চালকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কামড়াপুর-নসরতপুর বাইপাস সড়কের ধুলিয়াখাল এলাকায় রাস্তার পাশ থেকে সোমবার রাতে লাশটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে টমটম ও নম্বরবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। নিহত সাবাজ শহরের আনোয়ারপুর এলাকার মাতাব আলীর ছেলে।

পুলিশ জানায়, সোমবার রাতে টহল পুলিশ ধুলিয়াখাল বাইপাস এলাকায় নির্মাণাধীন বিজিবি ক্যাম্পের কাছে রাস্তার পাশে ঝোপের মধ্যে হাত-পা বাঁধা একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে। তারা লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। খোঁজখবর নিয়ে নিহতের পরিচয় সম্পর্কে ধারণা পেয়ে পরিবারকে খবর দেয় পুলিশ। পরে সাবাজের বাবা মাতাব আলী থানায় গিয়ে ছেলের লাশ সনাক্ত করেন। নিহতের বাবা মাতাব মিয়া জানান, সাবাজ মাছের ব্যবসা করতেন। পাশাপাশি বিকাল বেলা টমটম চালাতেন। সোমবারও বাড়িতে ইফতার শেষে সাবাজ ভাড়া করা একটি টমটম নিয়ে বের হন। পরে তিনি জানতে পারেন- তার ছেলে খুন হয়েছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য লাশ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। তিনি জানান, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আপনি আরও পড়তে পারেন