ভৈরবে এলিন ফুডসহ ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ লাখ টাকা জরিমানা

 মিলাদ হোসেন অপু,ভৈরব:

কিশোরগঞ্জের ভৈরবে এলিন ফুড ও একটি প্রাইভেট ক্লিনিকসহ ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। আজ বুধবার দুপুরে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএসটিআই অনুমোদন বিহীন পণ্য এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে এই আর্থিক জরিমানা করে র‌্যাব। জানাগেছে, দীর্ঘদিন ধরে শহরের লক্ষীপুরে এলিন ফুড কঠোর নিপাত্তার মাধ্যমে একাধিক পণ্য উৎপাদন করে দেশ-বিদেশে রপ্তানি করছে। শুধু তাই নয়, এলিন ফুডের বিরুদ্ধে জোড় পূর্বক জায়গা দখলেও অভিযোগ রয়েছে। এছাড়া জগন্নাথপুরে মাক্কুল ফুড প্রোডাক্স এবং ভৈরব বাজারে বিসমিল্লাহ ফুড অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন করছে। এসব খাদ্য সামগ্রীর মধ্যে একাধিক পণ্যের বিএসটিআই এর কোনো ধরণের অনুমোতি নেই। ফলে এসব পণ্য কিনে ক্রেতারা প্রতারিত হচ্ছে। তাই, বাজারে ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এসব প্রতিষ্ঠানে অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমান আদালত। এসময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যজিষ্ট্রেটের দায়িত্ব পালন করে র‌্যাব হেডকোয়ার্টাসের নির্বাহী ম্যজিষ্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ। এ প্রসঙ্গে ভৈরব র‌্যাব ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার যোবায়ের আহমেদ রাফি বলেন, দীর্ঘদিন ধরে মাক্কুল ফুড, এলিন ফুড ও বিসমিল্লাহ ফুডস প্রোডাক্স অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন করছে। এরমধ্যে এলিন ফুডের ধনিয়া এবং জিরার বিএসটিআই এর অনুমতি নেই। তাই, মাক্কুল ফুডকে ৫ লাখ টাকা, এলিন ফুডকে ৪ লাখ টাকা, বিসমিল্লাহ ফুডকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও শহরের কমলপুরে ইউনাইটেড নামে একটি প্রাইভেট ক্লিনিকের অপারেশন থিয়েটার অপরিছন্ন থাকার দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। র‌্যাবের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আপনি আরও পড়তে পারেন