ঈদকে সামনে রেখে চুয়াডাঙ্গার সীমান্তে চোরাকারবারীরা তৎপর !! বিপুল পরিমান ভারতীয়  মালামাল উদ্ধার

মামুন মোল্লা,চুয়াডাঙ্গা 
চুয়াডাঙ্গা বিভিন্ন সীমান্ত এলাকায় বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে বিপুল পরিমান ভারতীয় মালামাল উদ্ধার করতে সক্ষম হয়।
এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা বিজিবি-৬ এর পরিচালক মোঃ হাসান ইমাম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান  আনুমানিক ০৮টার সময় গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন(৬ বিজিবি)এর ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল কমান্ডার হাবিলদার শ্রী বীরেন্দ্র নাথ দত্ত সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার অন্তর্গত শ্যামপুর জোড়া বটতলা নামক স্থান হতে ৩৪টি ভারতীয় শাড়ি এবং ১৮৬টি বিভিন্ন প্রকার কসমেটিকস আটক করতে সক্ষম হয়। অপরদিকেসকাল  ০৮টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন(৬ বিজিবি)এর ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল কমান্ডার হাবিলদার শ্রী বীরেন্দ্র নাথ দত্ত সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার অন্তর্গত শ্যামপুর জোড়া বটতলা নামক স্থান হতে ৪৩টি ভারতীয় লুঙ্গি এবং ১৮৪টি বিভিন্ন প্রকার কসমেটিকস আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩৮,৩৯০/-(আটত্রিশ হাজার তিনশত নব্বই) টাকা মাত্র। এবং সকাল ০৯টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন(৬ বিজিবি)এর ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল কমান্ডার হাবিলদার শ্রী বীরেন্দ্র নাথ দত্ত সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা বাসষ্ট্যান্ড হতে ৫০০ কেজি ভারতীয় চা-পাতা আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,৫০,০০০/-(এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মাত্র।সকাল ৯টার সময় গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন(৬ বিজিবি)এর ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল কমান্ডার হাবিলদার শ্রী বীরেন্দ্র নাথ দত্ত সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার অন্তর্গত শ্যামপুর জোড়া বটতলা নামক স্থান হতে ০৫টি ভারতীয় শাড়ি, ০৬টি থ্রীপিচ, ১৯৭টি ওয়ানপিচ এবং ১০টি টুপিচ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,২৪,৮০০/-(এক লক্ষ চব্বিশ হাজার আটশত) টাকা মাত্র। একই এলাকায়
সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন(৬ বিজিবি)এর ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল কমান্ডার হাবিলদার শ্রী বীরেন্দ্র নাথ দত্ত সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা বাসষ্ট্যান্ড হতে ২০০ কেজি ভারতীয় চা-পাতা আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৬০,০০/-(ষাট হাজার) টাকা মাত্র।এদিকে সকাল ১০টার দিকে দামুড়হুদা থানার অন্তর্গত শ্যামপুর জোড়া বটতলা নামক স্থান হতে ০৫টি ভারতীয় শাড়ি এবং ০২টি থ্রীপিচ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২২,৫০০/-(বাইশ হাজার পাঁচশত) টাকা মাত্র। উপরে উল্লেখিত
৪৪টি শাড়ি, ০৮টি থ্রীপিচ, ১৯৭টি ওয়ানপিচ, ১০টি টুপিচ, ৪৩টি লুঙ্গি, ৭০০ কেজি চা-পাতা এবং ৩৭০টি বিভিন্ন প্রকার কসমেটিকস সামগ্রী এর সর্বমোট মূল্য প্রায় ৫,৭৫,৫৮০/-(পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার পাঁচশত আশি) টাকা মাত্র। এসমস্থ মালামাল উদ্ধার করে কাস্টমস অফিসে জমা করা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন