শাহনগর প্রগতি সংঘের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সম্পন্ন

 মোন্তাফা কামরুল:

ফটিকছড়ি লেলাং ইউনিয়নের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন শাহনগর প্রগতি সংঘের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে শাহনগর ইসলামিয়া বাজারস্থ সংগঠনের কার্যালয়ের সামনে সম্পন্ন হয়। লেলাং ইউপি চেয়ারম্যান সরোয়ার উদ্দীন শাহীনের সভাপতিত্বে ও ক্লাব সাধারণ সম্পাদক মোস্তাফা কামরুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব। প্রধান আলোচক ছিলেন সাবেক প্যানেল চেয়ারম্যান সরোয়ার হোসেন, বিশেষ অতিথি ছিলেন লেলাং আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল হাসান বাবুল, সাংগঠনিক সম্পাদক এস এম শহীদুল আনোয়ার, জেলা যুবলীগ সদস্য দিদারুল আলম, সাবেক ছাত্রনেতা জয়নাল অাবেদীন, অা’লীগ নেতা দিদারুল অালম, উপজেলা যুবলীগ সদস্য মীর মোরশেদুল অালম, এস এম মাসুদ পারভেজ, আক্কাস আলী। মুক্তিযোদ্ধা হারুন, মুক্তিযোদ্ধা শফি। উপদেষ্ঠা ইউনুচ মিয়া, ইসলামিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি শফিউল আজম, লেলাং পল্লী চিকিৎসক ফোরামের সাধারণ সম্পাদর ডা: হোসেন, ফটিকছড়ি কেন্দ্রীয় পল্লী চিকিৎসক ফোরামের সাধারণ সম্পাদক ডাঃ সুজন কুমার শীল, শাহনগর পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অমর কান্তি দে, ডা: রাজু, দিপক, প্রদিপ, ক্লাব যুগ্ম সম্পাদক আফাজ, অর্থ সম্পাদক নজরুল, ক্রীড়া সম্পাদক হাসান, গিয়াস। সহ সাংগঠনিক সম্পাদক মিজান ও ইমন। আশরাফ, রিমন, রায়হান, হাকিম, সৌরভ, আবদুর রহমান, রোমান, রাকিব, আশরাফ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব বলেন, ‘যুব সমাজ চাইলে সমাজকে অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে আনতে পারে। আবার আলোর পথ থেকে অন্ধকারে নিয়ে যেতে পারে। একটা সমাজের ভালো মন্দের অনেকাংশই নির্ভর করে যুব সমাজের উপর। তাই একটা সুন্দর সমাজ বিনির্মাণে যুবসমাজের ঐকতার বিকল্প নেই।’ এ সময় তিনি কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘এই সংবর্ধণাকে অনুপ্রেরণা হিসাবে কাজে লাগিয়ে তোমাদের সাফল্যের শিখরে পৌঁছাতে হবে। ‘ প্রগতি সংঘের ভূঁয়শী প্রশংসা করে তিনি বলেন, ‘এই সংগঠনের মহৎ কর্মকান্ড এলাকাকে আলোর পথে নিয়ে যাচ্ছে। সামনেও যেন এ ধারা অব্যাহত থাকে।’ এসময় তারা ক্লাব পৃষ্ঠপোষক, উপদেষ্টা, প্রবাসী সদস্যদের আর্থিক সহযোগিতায় এলাকার হত দরিদ্র ১৫০ মুসলিম পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও কৃতি শীক্ষার্থী সম্মাননা দেওয়া হয়

আপনি আরও পড়তে পারেন