নবাবগঞ্জে শিক্ষার্থীদের জীবন দক্ষতা সেমিনার

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

ঢাকার নবাবগঞ্জ উপজেলার ২২জন যুবক-যুবতী ও স্কুল শিক্ষার্থীদের নিয়ে ২দিনব্যাপি দক্ষতা বৃদ্ধি উন্নয়ন প্রশিক্ষণ সেমিনার শুরু হয়েছে। এনজিও সংস্থা ‘কারিতাস’ ঢাকা অঞ্চলের আওতাধীন বারুয়াখালী আইসিটি সেন্টার এর আয়োজন করেন। বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারুয়াখালী আইসিটি সেন্টারের লোকাল এডভাইজারী কমিটির সভানেত্রী মোসা. সেলিনা বেগম। উপস্থিত ছিলেন কারিতাস ঢাকা অঞ্চলের আঞ্চলিক প্রতিনিধি মি. জুয়েল পি রিবেরু, উপজেলা মাঠ কর্মকর্তা মো. আব্দুল খালেক, সদস্য পারুল বেগম, নিলুফা বেগম, প্রকল্পের ফিল্ড মনিটর নারায়ন চন্দ্র মজুমদার (নয়ন) ও প্রকল্পের অর্গানাইজারদ্বয় রাজু কস্তা, মাহমুদুল কবির। সভায় উপস্থিত যুবক-যুবতী ও শিক্ষার্থীদের জীবন দক্ষতা বিষয়ে বিশ^স্বাস্থ্য সংস্থা কর্তৃক মূল ১০টি বিষয় নিয়ে আলোচনা করেন। তাদের মাল্টিমিডিয়ার সাহায্যে জীবন দক্ষতা উপর বিভিন্ন ভিডিও ক্ল্ধিসঢ়;প প্রদর্শন করেন।

আপনি আরও পড়তে পারেন