একটি গাছে ২৪ ছড়া কলা, মানুষের ভিড়

সরিষাবাড়ী উপজেলায় প্রাকৃতির সাধারণ নিয়মের ব্যতিক্রম ঘটনা ঘটেছে। একটি কলাগাছে এক সাথে ২৪ ছড়া করা হয়েছে।

গত বুধবার (১৯ জুন) সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা নির্বাচন অফিসের বিপরীত পাশের পুকুর পাড়ে পৌরসভার কাউন্সিলর চায়না আক্তারের বাড়ীর যাতায়াতের রাস্তার পশ্চিম পাশে কলার বাগানে এ ঘটনা ঘটেছে।

এলাকাবাসী জানায়, সরকারী পরিত্যক্ত পুকুর পাড়ে গড়ে উঠা কলার বাগানের একটি ফলজ কলা গাছে প্রাকৃতিক নিয়মের ব্যতিক্রম ঘটনা ঘটেছে। প্রাকৃতির সাধারণ নিয়মে একটি কলা গাছে মাত্র এক ছড়া কলা হয় কিন্তু এখানে একটি কলা গাছ থেকে ২৪টি কলার ছড়া বেরিয়েছে।

চায়না আক্তারের স্বামী উপজেলা নির্বাহী অফিসারের গাড়ীর চালক দুলাল মিয়া কয়েকদিন আগে কলার বাগান করেন। সম্প্রতি কলা গাছটিতে পর্যায়ক্রমে ২৪ ছড়া কলা বের হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের দেখা দিয়েছে।

বিভিন্ন বয়সী মানুষ প্রাকৃতিক নিয়মের ব্যতিক্রম ঘটনা দেখতে ভিড় করছেন। অনেকেই কলা গাছটি থেকে আর কলার ছড়া বের হওয়ার সম্ভবনা রয়েছে বলে অনুমান করছেন। এ ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আপনি আরও পড়তে পারেন