বগুড়ার শেরপুরে ভিজিডি কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ

শেরপুর(বগুড়া)প্রতিনিধি :

বগুড়ার শেরপুরে খামারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওহাব এর বিরুদ্ধে টাকার বিনিময়ে ও স্বচ্ছল ব্যক্তিদের ভিজিডি কার্ড দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভিজিডি কার্ড বাতিলের জন্য উপজেলা নির্বাহি কর্মকর্ত বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জানা যায়, উপজেলার খামারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওহাব এলাকার স্বচ্ছল ব্যক্তিদের কাছ থেকে জন প্রতি ৫ হাজার করে টাকা নিয়ে ভিজিডি কার্ড বিতরণ করেছে এবং অনেক অসহায় ও দরিদ্রদের কাছ থেকে পাঁচ হাজার করে টাকা নিয়েও তাদের ভিজিডি কার্ড প্রদান না করেও নানা রকম তালবাহানা করার অভিযোগ উঠেছে। এই নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বগুড়া জেলা প্রশাসক ও শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ছহির উদ্দিন নামের এক দরিদ্র ব্যক্তি। অভিযোগে উল্লেখ করা হয় প্রায় চার মাস পূর্বে চেয়ারম্যান আব্দুল ওহাব ওই ব্যক্তি সহ বেশকিছু দরিদ্র ব্যাক্তিদের কাছ থেকে ৫ হাজার করে টাকা নেয়। টাকা নেওয়ার পর ভিজিডি কার্ড না দিয়ে নানা তালবাহানা করে আসছে। এখন পর্যন্ত তাদের ভিজিডি কার্ড প্রদান করা হয়নি। অথচ খামারকান্দি গ্রামের আসমা খাতুন(কার্ড নং ৬৫), বেদানা বেগম(কার্ড নং ৬৬), বুলি বেগম (কার্ড নং ৯৪), বেদেনা খাতুন (কার্ড নং ১০২) ও পারভবানীপুর গ্রামের আগুরী বেগম (কার্ড নং ২) এবং কহিনুরের (কার্ড নং ১০০) এ সমস্ত ব্যক্তিদের ৮ থেকে ১০ বিঘা জমি ও সেমিপাকা বাড়ি থাকা সত্ত্বেও তাদের নামে ভিজিডি কার্ড ইস্যু করা হয়েছে যারা নিয়ম মাফিক প্রতিবারে ৩০ কেজি করে চাল উত্তোলন করছে। আর গরীব অসহায়রা কার্ড পাওয়ার যোগ্য হলেও তারা টাকা দিতে না পারায় কার্ড না পেয়ে অর্ধাহারে অনাহারে দিনাতিপাত করছে। এ ব্যাপারে খামারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওহাব বলেন, এ অভিযোগ মিথ্যা ভিত্তিহীন । এই বলে সঠিক উত্তর না দিয়ে কৌশলে বিষয়টি এড়িয়ে যান। আমি এরকম কোনো কাজ করিনি এছাড়া ওই ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছিল প্রশাসন। তারা তদন্ত করে গেছেন রিপোর্ট পেলেই আসল তথ্য জানাতে পারব। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী সেখ বলেন, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি করে বিষয়টির তদন্ত করা হয়েছে। তদন্তে তিন জন স্বচ্ছল ব্যাক্তির নাম পাওয়া গেছে তাদের ভিজিডি কার্ড বাতিল করা করা হবে। এবং ভিজিডি কার্ড প্রদানকারীদের কৈফিয়ত তলব করা হবে।

আপনি আরও পড়তে পারেন