সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে দেশের ৪টি সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

চট্টগ্রাম, মোংলা, পায়রা ও কক্সবাজার সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস বলছে বায়ুচাপের এ তারতম্যের কারণে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদফতরের সতর্ক বার্তায় বলা হয়, লঘুচাপের প্রভাবে গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হয়েছে। এতে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে হবে।

পতেঙ্গা আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ মো. আবদুল হান্নান জানান, লঘুচাপের প্রভাবে বৃষ্টির কারণে শুক্রবার রাত ১২টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত চট্টগ্রামে ৫৪ দশমিক ৬ মিলিলিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

৩ নম্বর সিগন্যাল রয়েছে। লঘুচাপের প্রভাবে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।

আপনি আরও পড়তে পারেন