ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

মোস্তাফা কামরুল, ফটিকছড়ি প্রতিনিধি
ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ মাসুদ(২২) নামে এক যুবক নিহত হয়েছে। তিনি নানুপুর ইউনিয়নের মাইজভান্ডার আমতলী এলাকার কালাম উল্লাহর বাড়ির মৃত আহম্মদ ছাপার পুত্র। তিন ভাই এক বোনের মধ্যে তিনি দ্বিতীয়।
জানা যায়, শুক্রবার (৫ জুলাই) বিকেলে নানুপুর লায়লা কবির কলেজের পশ্চিমে ওবাইদিয়া মাদ্রাসা সড়কে মোটরসাইকেল যোগে আসার পথে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
বিষয়টি নিশ্চিত করে নানুপর ইউপি সদস্য মোহাম্মদ মঈনুদ্দিন বলেন, মাসুদ দুই বছর আগেও একবার সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিল, এবার তার প্রাণ গেল।

আপনি আরও পড়তে পারেন