দোহারে দরিদ্র শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

 

ঢাকার দোহার উপজেলায় দরিদ্র শিশুদের মাঝে ঈদের আনন্দ বিলিয়ে দিতে ঈদ বস্ত্র বিতরণ করেছে দোহার গণ কল্যাণ সোসাইটি নামের একটি সামাজিক সংগঠন। গত রবিবার সকাল ১০ টায় উপজেলার জহির চেয়ারম্যান বাড়ির মোরে এবং পরে লটাখোলা নতুন বাজার ব্রিজের নিচে বসবাসকারী অসহায় দরিদ্র ১০০ শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করে সংস্থাটি।
দোহার গণ কল্যাণ সোসাইটির সভাপতি এস এম বিপ্লব হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা হুমায়ুন কবির, উপদেষ্টা মহসিন উদ্দিন খান মাসুম, সাধারণ সম্পাদক এডভোকেট মাহাদি হাসান, সাংগঠনিক সম্পাদক সজল সরকার, ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান সোহাগ, ধর্ম বিষয়ক সম্পাদক সালমান হোসেন, প্রচার সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন, জয়পাড়া কলেজ সাবেক ছাত্রলীগ নেতা আওলাদ হোসেন রিয়াদ, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আরমান হোসেন অপু প্রমুখ।

আপনি আরও পড়তে পারেন