জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে  জরিমানা আদায়

মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১০ হাজার টাকা  জরিমানা আদায় করা হয়েছে।
জানাযায়, ৩০ শে আগষ্ট রোজ  শুক্রবার সুনামগঞ্জে জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাতের নেতৃত্বে ও জগন্নাথপুর থানার এসআই আতিকুল আলম খন্দকারের সহযোগিতায় উপজেলার রাণীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত এর মাধ্যমে  ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মেয়াদোত্তীর্ণ বীজ থাকায় ও বিভিন্ন অভিযোগে  বাজারস্থ মোঃ আবু বক্কর বীজ ঘর নামের এক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আতাউর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

আপনি আরও পড়তে পারেন