নবাবগঞ্জে শোল্লা ইউনিয়নকে থানা করার দাবিতে মানববন্ধন

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে নতুন থানা নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। শনি বেলা ১২টায় শোল্লা হাই স্কুল এন্ড কলেজের সামনে এ আয়োজন করা হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তরা জানান, উপজেলার শোল্লা, কৈলাইল, বাহ্রা, বক্সনগর, গালিমপুরসহ বেশ কয়েকটি ইউনিয়ন নিয়ে পৃথক কোমরগঞ্জ থানা গঠনের কার্যক্রম প্রক্রিয়াধীন। এতে ভোগান্তিতে পড়বে উপজেলার বৃহত্তম ইউনিয়ন শোল্লা ইউনিয়নের মহেষপুর, উত্তর ও দক্ষিণ বালুখ-, রূপারচরসহ ৪৫টি গ্রামের প্রায় দেড় লাখ মানুষ। নবাবগঞ্জ সদরের সাথে তাদের যোগাযোগ ব্যবস্থা সহজ হলেও কোমরগঞ্জের সাথে যোগাযোগ ব্যবস্থা ভাল না হওয়ায় ইউনিয়নের অধিকাংশ বাসিন্দা প্রস্তাবিত নতুন থানা কোমরগঞ্জে অন্তুর্ভুক্ত হতে চান না। মানববন্ধনে শোল্লার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বক্তারা বলেন, শোল্লা নবাবগঞ্জের সাথেই থাকতে চায়, কোমরগঞ্জ থানার সাথে থার্কাধসঢ়; কথা ভাবতেও পারি না। যদি নবাবঞ্জের সাথে আমাদের সংযুক্ত রাখা না হয় তাহলে শোল্লাসহ কৈলাইল, যন্ত্রাইল ও নয়নশ্রী ইউনিয়ন সংযোগ করে শোল্লায় একটি নতুন থানা করা হলে সকলেই উপকৃত হবে। এ বিষয়ে তারা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের ডিআইজি ও ঢাকা-১ আসনের এমপি সালমান এফ রহমানের সার্বিক সহযোগিতা কামনা করেন মানববন্ধনকারীরা। মানববন্ধনে প্রধান উদ্যোক্তা শোল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজির আহমেদ বলেন, নবাবগঞ্জ থানার মধ্যে শোল্লা ইউনিয়ন সবচেয়ে বড় শোল্লাবাসী কখনও কোমরগঞ্জকে থানা মেনে নিবে না। আমরা শোল্লাকে থানা হিসেবে দেখতে চাই। শোল্লার বাসিন্দা সুব্রত দাস বলেন, শিক্ষা, চিকিৎসা, প্রশাসনিক ও আইনগত সহায়তার মাধ্যম নবাবগঞ্জ সদর আমাদের নিকটবর্তী। আর কোমরগঞ্জের সাথে আমাদের দূরত্ব অনেক। তাই আমরা চাই আমাদেরকে হয়তো নবাবগঞ্জ থানার সাথেই রাখা হোক, না হয় শোল্লা আলাদা থানা করা হোক। উত্তর বালুখন্ড গ্রামের আনোয়ার হোসেন বলেন, এটা একটি বির্তকিত স্বিদ্ধান্ত। নতুন থানা যদি করতেই হয় তবে শোল্লা ইউনিয়নেই থানা করতে হবে। যদি আমাদের দাবি মানা না হয় তবে কঠোর আন্দোলনে যাবে ইউনিয়নবাসী। শোল্লা হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হেলালউদ্দিন আহমেদ বলেন, শোল্লা শুধু ভৌগলিক দিক দিয়ে নয় জনসংখ্যার দিক দিয়েও উপজেলার সবচেয়ে বড় ইউনিয়ন। আমি সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের অভিভাবক সালমান এফ রহমান এমপিকে অনুরোধ করবো যাতে শোল্লাকে কোনভাবেই কোমরগঞ্জ থানাতে অর্ন্তভুক্ত করা না হয়। আগে যেভাবে ছিল সেভাবেই থাকাই শোল্লাবাসির জন্য কল্যাণকর।

আপনি আরও পড়তে পারেন