বরিশাল নগরকে স্মার্ট সিটি করার লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত।

বরিশাল নগরকে স্মার্ট সিটি করার লক্ষ্যে ই-জগৎ লি: এর সাথে বরিশাল সিটি কর্পোরেশনের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতি রাতে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এবং ই- জগৎ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মো: আবদুল ওয়াহেদ তমাল।

সমঝোতা অনুযায়ী বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় ডিজিটাল নাগরিক সেবা প্রদান, ডিজিটাল ম্যাপিং, ডিজিটাল নিরাপত্তা, পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব নিরাপদ শহরের জন্য ই- স্বাস্থ্য সেবা, স্মার্ট পরিবহন ব্যবস্থা, ডিজিটাল দূর্যোগ ব্যবস্থাপনাসহ যুগপৎ স্মার্ট সল্যুশন এবং অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা ও বাস্তবায়নে কৌশলগত কারিগরি সহায়তা দেবে ই-জগৎ।

এছাড়া এ উদ্যোগ বাস্তবায়নের পাশাপাশি বিজয়ের মাস ডিসেম্বরে বরিশালে অনুষ্ঠিত হবে দেশের প্রথম স্মাট সিটি এক্সপ্রো। সমঝোতা স্মারক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: ইসরাইল হোসন, এফ বিসিসি আই এর পরিচালক সেরনিয়াবাত মঈন উদ্দিন আবদুল্লাহসহ সিটি কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, ই-জগৎ লিমিটেড কম্পিউটার জগৎ-এর একটি অঙ্গ প্রতিষ্ঠান।

আপনি আরও পড়তে পারেন