বার্সায় নেইমারের ফেরার পথ অনেকটাই পরিষ্কার

স্প্যানিশ লা লিগায় অ্যাথলেটিকো বিলবাওয়ের কাছে ০-১ গোলে হেরে লিগ শুরু করেছিল বার্সেলোনা। তবে দ্বিতীয় ম্যাচেই রিয়াল বেটিসকে ৫-২ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন আর্নেস্ত ভালভার্দের শিষ্যরা। কিন্তু কিসের কী! তৃতীয় ম্যাচে তুলনামূলক দুর্বল ওসাসুনার সঙ্গেও জিততে পারেনি সুয়ারেজ, পিকে, গ্রিজম্যানরা, ম্যাচ ড্র হয়েছে ২-২ গোলে।

এখন যদিও নেইমার দা সিলভা স্যান্টোস জুনিয়রের বার্সেলোনায় ফেরা নিয়েই সমর্থকরা বেশি আগ্রহী। তার রাস্তা অনেকটাই পরিষ্কার হল। স্পেনের ক্লাব আগে প্যারিস সাঁ জারমাঁকে (পিএসজি) প্রস্তাব দিয়েছিল নেইমারের জন্য বিপুল অঙ্কের টাকা ছাড়া তারা তিনজন ফুটবলারকে ছেড়ে দেবে। যে প্রস্তাবে আপত্তি করেনি ফরাসি লিগ চ্যাম্পিয়ন ক্লাব।

তিন জনের দু’জন মিডফিল্ডার ইভান রাকিতিচ এবং ডিফেন্ডার ক্লেয়া তোদিবো রাজি হলেও দেম্বেলে বার্সা ছাড়তে চাননি। পরে ফরাসি তারকাকে বোঝানোর কাজটা করেন পিএসজির ম্যানেজার থোমাস টুহেল। বরুসিয়া ডর্টমুন্ডে খেলার সময় থেকে টুহেলের (তখন জার্মানির ক্লাবের ম্যানেজার ছিলেন) সঙ্গে দেম্বেলের সুসম্পর্ক।

স্পেনের প্রচার মাধ্যমের খবর, শেষ পর্যন্ত দেম্বেলে ফ্রান্সে খেলতে রাজি।

আপনি আরও পড়তে পারেন