‘নেত্রী চাইলে আরেকবার সাধারণ সম্পাদক থাকবো, বিদায় হতে বললেও আপত্তি নেই’

আগামী ডিসেম্বরে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল। বর্তমানে দলটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানিয়েছেন, আরও একবার তিনি দলের সাধারণ সম্পাদক হিসেবে থাকবেন কিনা তা দলের সভানেত্রী শেখ হাসিনার ওপর নির্ভর করছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, আমি একবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছি, এটা অনেক সম্মানের বিষয়। দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক থাকব কি না তা নির্ভর করবে পার্টির প্রধান শেখ হাসিনার ওপর।

সেতু মন্ত্রী বলেন, আমি নিজ থেকে আসন্ন কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করব না। নেত্রী যদি বলেন, থাকব, যদি বলেন বিদায়, তাতে আপত্তি নেই।

আপনি আরও পড়তে পারেন