ইবি রিপোর্টার্স ইউনিটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ইবি প্রতিনিধিঃ

নানা আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার দুপুর ২.৩০টায় টিএসসিসি’র সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে সামনে এসে শেষ হয়।  পরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ভিতরে কেক কাটা শেষে ‘মুক্তিযুদ্ধে সাংবাদিকদের ভূমিকা ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি আবু সালেহ শামীম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন উর রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস.এম আব্দুল লতিফ। আমন্ত্রিত অতিথি ছিলেন দৈনিক ইত্তেফাক এর ভ্রাম্যমাণ প্রতিনিধি বিমল সাহা। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইবি শাপলা ফোরামের সাধারণ সম্পাদক ড. মাহবুবর রহমান,ছাত্র উপদেষ্টা ও প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. পরেশ চন্দ্র বর্ম্মন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নাসিমা বানু প্রমুখ।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন  রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক মুরতুজা হাসান এবং সদস্য তিতলি ও এশা।  উল্লেখ্য,ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি ২০১৮ সালের ১৮ নভেম্বর যাত্রা শুরু করে।

আপনি আরও পড়তে পারেন