কচুয়ায় মসজিদের ইমামদের সাথে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের মতবিনিময় সভা

 মো: মাসুদ মিয়া,কচুয়া ॥ মাদক,বাল্যবিবাহ,ইভটিজিং ও বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে কচুয়ায় মসজিদের ইমামদের সাথে মতবিনিময় করেছেন পালাখাল মডেল ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন ও ইউপি সদস্যরা। সোমবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পালাখাল মডেল ইউনিয়নের আওতায় সকল মসজিদ ইমামদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগের সভাপতিত্বে ও ইউপি সচিব মৃনাল কান্তি পোদ্দারের উপস্থাপনায় বক্তব্য রাখেন, মসজিদের ইমাম মাঈন উদ্দিন,মাওলানা মোস্তাফিজুর রহমান,মাওলানা রাসেল হোসাইন সহ ইউপি সদস্যবৃন্দ। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউডিসি মো: শাহজালাল মিয়া,কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ইমাম হোসেন,ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক ছিদ্দিকুর রহমান,সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ প্রমুখ।

আপনি আরও পড়তে পারেন