নবাবগঞ্জে মাদক বিরোধী সভা

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

ঢাকার নবাবগঞ্জে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার নয়নশ্রী ইউনিয়নের গোল্লা সেন্ট জেভিয়ার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। এনজিও সংস্থা কারিতাসের এসডিডিবি প্রকল্পের উদ্যোগে এ অনুষ্ঠান করা হয়। সভায় বক্তারা, মাদকের কুফল তুলে ধরে বক্তব্য দেন। একই সাথে এর বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তোলার শপথ নেন অংশগ্রহনকারীরা। নয়নশ্রী ইউপির প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য টমাস রোজারিও অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু। বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ থানার ওসি মোস্তফা কামাল, ইউনিয়ন মাদক-সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী কমিটির সভাপতি মিজানুর রহমান। নির্ণয় শর্মার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন কারিতাস কর্মকর্তা ফরিদ আহমেদ, আব্দুল খালেক, রিচার্ড রোজারিও, ইউপি সদস্য রিপন ভূইয়া, লিপি গমেজ, প্রাক্তন শিক্ষক মো. নাসির উদ্দিন, নরেশ চন্দ্র সরকার, আব্দুল হালিম প্রমূখ।

আপনি আরও পড়তে পারেন