অপহরণের ১২ ঘন্টার মধ্যে শিশুকে উদ্ধার; গ্রেফতার ৩

 স্টাফ রিপোর্টার, নওগাঁঃ

নওগাঁয় অপহরণের ১২ ঘন্টার মধ্যে ইব্রাহিম ওয়াশি বাবু (৩) নামের এক শিশুকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এর সাথে জড়িত সন্দেহে ৩ জন অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম এ তথ্য জানান। অপহৃত বাবু জেলার নিয়ামতপুর উপজেলার পিরপুকুরিয়া গ্রামের শিক্ষক নাজমুল হকের ছেলে। গ্রেফতারকৃতরা হলেন, রাজশাহী জেলার তানোর উপজেলার ধানোরা গ্রামের আব্দুর রহিমের ছেলে আবুল কাশেম, নিয়ামতপুর উপজেলার পিরপুকুরিয়া গ্রামের শুকুর উদ্দীনের ছেলে শামসুজ্জামান বাবু ও ছাবুরুদ্দীনের ছেলে জুয়েল হোসেন। পুলিশ সুপার জানান, ১৯ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭টার সময় ইব্রাহিম ওয়াশি বাবু নিজ বাড়ীতে তার বড় ভাই লেভিন এর সাথে ল্যাপটপ নিয়ে লেখা করছিল। এ সময় তার মা খাবার আনার জন্য অন্য ঘরে যায় ও বড় ভাই দাদার ঘরে যান। এ সুযোগে উক্ত অপহরণকারিরা বাবুকে অপহরণ করে নিয়ে যায়। বাবুকে না পেয়ে ওই রাতেই অনেক খোজাখুজি করেন তারা। পরে বাবুর বাবা নাজমুল হককে অপহরণকারীরা ০৯৬৩৮০৪৪৪৩২ নং থেকে ফোন করে বলে যে, “তোর ছেলেকে নিয়ে গেলাম যা করার করিস”। এ খবর পুলিশকে জানালে পুলিশ সুপারের নির্দেশে তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতারের নেতৃত্বে মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমান, ওসি ডিবি ও ওসি নিয়ামতপুরসহ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা শুরু করেন। এমতাবস্তায় বুধবার ভোর ৬টার সময় অপহরণকারীরা শিশু বাবুকে হাত-পা বাধা অবস্থায় ওই গ্রামের নজরুল ইসলামের বাড়ীর পশ্চিম দিকে এক কিলোমিটার দুরে মাঠের মধ্যে ফেলে রেখে যায়। ভিকটিমকে উদ্ধার করে এবং এর সাথে জড়িত ৩জন আসামীকে গ্রেফতার করে বলে জানান তিনি। এ ব্যাপারে নিয়ামতপুর থানায় অপহৃতার বাবা বাদী হয়ে মামলা হয়েছে। নওগাঁয় আদায় হয়েছে ১ কোটি ২৫ লাখ টাকা ঃ সেবা গ্রহণ করেছেন ১৫ হাজার স্টাফ রিপোর্টার, নওগাঁঃ নওগাঁয় চার দিনের আয়কর মেলায় সর্বমোট আয়কর আদায় হয়েছে ১ কোটি ২৪ লাখ ৪৪ হাজার ৩২৫ টাকা। নওগাঁ আয়কর বিভাগ গত ১৬ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত সদর উপজেলা অডিটরিয়ামে চার দিনব্যাপী এই আয়কর মেলার আয়োজন করে। কয়েক দিনের মেলায় আয়কর দাতাদের ছিল উপচেপড়া ভীড় এবং তাঁদের মধ্যে ছিল করের অন্তর্ভুক্তি হওয়া, রিটার্ন দাখিল করা এবং কর দেয়ার অভুতপূর্ব আগ্রহ। নওগাঁ কর বিভাগ সার্কেল-৩ এর সহকারী কর কমিশনার আলমগীর হোসেন জানিয়েছেন মেলায় মোট নতুন করদাতা অন্তর্ভুক্ত হয়েছেন ২৯২ জন। মোট রিটার্ন দাখিল করেছেন ৫ হাজার ৫৪৮ জন এবং কর সম্পর্কিত বিষয়ে মোট সেবা গ্রহণ করেছেন ১৫ হাজার ২২৯ জন। সূত্রমতে মেলার প্রথম দিন ১৬ নভেম্বর মোট আয়কর আদায় হয়েছে ১২ লাখ ৭২ হাজার ৪৭ টাকা, রিটার্ন দাখিল করেছেন ৭১৭ জন এবং সেবা গ্রহন করেছেন ৯৭৬ জন। এদিন কোন নতুন করদাতা অন্তর্ভুক্তি ছিলনা। দ্বিতীয় দিন ১৭ নভেম্বর মোট আয়কর আদায় হয়েছে ৪০ লাখ ৮৯ হাজার ৭৬২ টাকা, রিটার্ন দাখিল করেছেন ১ হাজার ২৪৫ জন, সেবা গ্রহন করেছেন ৪ হাজার ৩৩৩ জন ও নতুন করদাতা অন্তর্ভুক্ত হয়েছেন ১০০ জন। তৃতীয় দিন ১৮ নভেম্বর মোট আয়কর আদায় হয়েছে ৩৪ লাখ ৮৯ হাজার ৯৭৬ টাকা, রিটার্ন দাখিল করেছেন ১ হাজার ৯৩৭ জন, সেবা গ্রহন করেছেন ৪ হাজার ৯৪৩ জন ও নতুন করদাতা অন্তর্ভুক্ত হয়েছেন ১১৫ জন। মেলার শেষদিন ১৯ নভেম্বর মোট আয়কর আদায় হয়েছে ৩৫ লাখ ৯২ হাজার ৫৪০ টাকা, রিটার্ন দাখিল করেছেন ১ হাজার ৬৪৯ জন, সেবা গ্রহন করেছেন ৪ হাজার ৯৭৭ জন এবং নতুন করদাতা অন্তর্ভুক্ত হয়েছেন ৭৭ জন। উল্লেখ্য গত ১৬ নভেম্বর রাজশাহী কর অঞ্চলের কর কমিশনার ড. ফেরদৌস আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চার দিনব্যাপী এই কর মেলার উদ্বোধন করেন।

আপনি আরও পড়তে পারেন