শিশির হত্যার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের দাবিতে হাবিপ্রবিতে মানববন্ধন

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) মেধাবী শিক্ষার্থী শিহাবুল ইসলাম শিশির হত্যার রহস্য উম্মোচন ও সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
রোববার (২৪ নভেম্বর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সম্মুখে দিনাজপুর-ঢাকা মহাসড়কে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন,শিশির ডিপার্টমেন্টের মধ্যবর্তী পরীক্ষা অংশগ্রহণ করার তিন দিন পর গত ১৭ নভেম্বর তার মৃতদেহ ময়মনসিংহের মুক্তাগাছায় হাঁটু পানির এক ডোবাখাল থেকে উদ্ধার করা হয়।এতেই বুঝা যায় এটি হত্যা এবং পরিকল্পিত হত্যাকান্ড।কিন্তু শিশির হত্যার ৭ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত পুলিশের কোনোপ্রকার অগ্রগতি নেই এবং সনাক্ত করতে পারেনি শিশির হত্যাকারীকে।
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে শিশির হত্যার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিচারের আওতায় এনে তাদের কঠোর শাস্তির দাবি জানান তাঁরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন,ফাইম,পরান,শিহাব, আকাশ,সুমনা,সাগর, সুফি এবং সমাপনী বক্তব্য রাখেন সাইফুল ইসলাম শান্তি।
উল্লেখ,গত ১৭ নভেম্বর ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার মাঝিপাড়া এলাকার একটি বিল থেকে হাবিপ্রবি শিক্ষার্থী শিহাবুল ইসলাম শিশির এর মৃত দেহ উদ্ধার করা হয়।

আপনি আরও পড়তে পারেন