পল্টন থেকে বিএনপির সাত নেতাকর্মী আটক

রাজধানীর নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে থেকে দলটির সাত নেতাকর্মীকে আটক করা হয়েছে। সাদা পোশাকে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা তাদের আটক করে। প্রাথমিকভাবে আটককৃতদের নাম জানা যায়নি।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দুইজন এবং আশপাশে থেকে আরও পাঁচজনকে আটক করা হয়। আটক করার পর তাদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে এখনও তা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিকের অফিসিয়াল মোবাইল নম্বরে ফোন দেওয়া হলেও সেটি বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

ডিউটি অফিসারের টেলিফোনে ফোন করা হলেও কেউ ফোন ধরেননি।

জানতে চাইলে মতিঝিল জোনের সহকারী কমিশনার (এসি) জাহিদুল ইসলাম জানান, সাতজন আটকের খবর আমি পেয়েছি। তবে তাদের কারা আটক করেছে বিষয়টি এখনও নিশ্চিত না। সাদা পোশাকে ডিবি পুলিশ আটক করতে পারে।

প্রত্যক্ষর্শীরা জানায়, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলার বইয়ের দোকানোর সামনে অবস্থান করছিলেন কয়েকজন। এ অবস্থায় সাদা পোশাকের পুলিশ তাদের আটক করে নিয়ে যায়।

তার আগে দুপুর ১২টায় বিএনপি নেত্রী আফরোজা আব্বাস, হেলেন জেরিন খানসহ বেশ কিছু নারী নেত্রীদের বিক্ষোভ মিছিল করতে দেখা যায়।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানিকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীরা সকাল থেকে আদালত ও দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে। তবে খালেদা জিয়ার মামলার শুনানি না করে অন্য মামলার শুনানি চলায় বিএনপি সমর্থিত আইনজীবীরা আদালতে হট্টগোল করেন। হট্টগোল ও স্লোগানের মুখে নির্বাক বসে থাকেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল আদালত।পরে বিচারপতিরা এজলাস কক্ষ ত্যাগ করেন।

আপনি আরও পড়তে পারেন