ভারত-পাকিস্তান-আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে যখন উত্তাল ভারত। ঠিক তখনই ছয় দশমিক তিন মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লিসহ ভারতের উত্তরাঞ্চল।

শুক্রবার (২০ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টা ৯ মিনিট নাগাদ ভূমিকম্পটি আঘাত হানে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় এক মিনিট ধরে দিল্লিতে ভূমিকম্প হয়েছে। আতঙ্কে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ।

দিল্লিতে ভূমিকম্পের তীব্রতা রিখটার স্কেলে ৬.৩ হলেও উৎসস্থল আফগানিস্তানের হিন্দুকুশ। উৎসস্থলে কম্পনের তীব্রতা ৬.৮। ভূমিকম্প হয়েছে পাকিস্তানেও; সেখানে ছয় দশমিক চার মাত্রার ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্পের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পাকিস্তানের ইসলামাবাদেও ভূমিকম্প অনুভূত হওয়ার খবর জানানো হয়েছে। ভূমিকম্পের সময় শহরের মানুষজনকে রাস্তায় বের হয়ে এসে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

এরই মধ্যে ভূমিকম্পের সময়কার একটি ভিডিও টুইটারে প্রকাশ করেছে এনডিটিভি। সেই ভিডিওতে দেখা যায়, অফিসের ফ্যান এবং ঝাড় বাতি ভূমিকম্পের ফলে ব্যাপকহারে দুলছে। সেই ভিডিও দেখে অনেকেই ধারণা করছেন, ক্ষয়ক্ষতি অনেক বেশি হতে পারে।

 

 

 

 

 

 

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন