গভীর রাতে শীতার্তদের পাশে ঝিনাইদহের এসপি

দেশব্যাপী চলছে শৈত্যপ্রবাহ। প্রচন্ড শীতে কাহিল হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে চরম কষ্ট সহ্য করতে হচ্ছে ছিন্নমূল ও খেটে খাওয়া সাধারণ মানুষকে। এই তীব্র শীতে অসহায় ও দুস্থ মানুষদের একটু উষ্ণতা দিতে গভীর রাতে ছিন্নমূল শীতার্ত মানুষের পাশে দাঁড়ালো ঝিনাইদহের পুলিশ সুপার (এসপি) মো. হাসানুজ্জামান (পিপিএম)।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) গভীর রাতে জেলার কালীগঞ্জ রেলস্টেশন, কোটচাঁদপুর রেল স্টেশনসহ বিভিন্ন স্থান ঘুরে ঘুরে তিন শতাধিক কম্বল বিতরণ করেন তিনি।

পুলিশ সুপার হাসানুজ্জামানের আগমনে কিছুক্ষণের জন্য শীতের কষ্ট ভুলে গিয়েছিলেন ছিন্নমূল এসব মানুষ। কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই পুলিশ সুপার নিজেই উপস্থিত হয়ে ছিন্নমূল নারী, পুরুষ, শিশু, বৃদ্ধদের কম্বল বিতরণ করায় অবাক হয়েছেন অনেকে। তবে কম্বল পেয়ে এসব অসহায় মানুষ ভীষণ খুশি।

এ সময় পুলিশ সুপার বলেন, শীতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বাড়ছে ঠান্ডাজনিত রোগ ব্যাধি। প্রচন্ড শীতের কারণে রাতে রিকশাচালক, শ্রমিক, নিরাপত্তা প্রহরী, রেল স্টেশনে থাকা মানুষগুলো শীতে কষ্ট করেন। এরাই প্রকৃত শীতার্ত। তাদের কষ্ট কিছুটা লাঘব করার জন্য রাতে বের হওয়া।

কম্বল বিতরণের সময় পুলিশ সুপার মো. হাসানুজ্জামানের সাথে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তারেক আল মেহেদি, কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহফুজুর রহমানসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন