আব্বাসকে নিয়ে মনোনয়ন দাখিল করলেন খোকাপুত্র ইশরাক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষের মেয়র প্রার্থী মনোনয়ন দাখিল করলেন বিএনপির ভাইস-চেয়ারমান প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

মঙ্গলবার (৩১ দুপুরে রাজধানীর গোপীবাগে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে তিনি মনোনয়ন দাখিল করেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস-চেয়ারম্যান আব্দুস সালাম ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।

মনোনয়ন দাখিল শেষে সাংবাদিকদের ইশরাক হোসে বলেন, ‘এই নির্বাচনকে ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জোটবদ্ধ হয়েছে। সারা দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে, দেশে গণতন্ত্র নেই, ভোটের অধিকার নেই। দেশবাসী ও নগরবাসী সকলে মিলে আমরা এর মোকাবেলা করবো। বিজয় আমাদের নিশ্চিত, ‘ইনশাল্লাহ’। বিজয় আমাদের থেকে কেউ নিতে পারবে না। আমরা বিজয় ছিনিয়ে আনবো এবার।’

নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা আছে কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইশরাক বলেন, ‘এটা বলার এখনো সময় আসেনি। আরও কিছুদিন পর বলতে পারব, সরকার দলের ভূমিকা কি হচ্ছে তা দেখে।’

এসময় তিনি আরও বলেন, ‘উন্নয়নের এই যে একটি ধোয়া উঠেছে। আমরা উচ্চ শিক্ষিত, আমরা জানি এই নগরকে কীভাবে উন্নয়ন করতে হয়। যে টাকা গত ১২ বছরে দেশ থেকে পাচার হয়ে গেছে সেই টাকা দিয়ে বিশ্বের যতো নামকরা বিশেষজ্ঞদেরকে এনে ঢাকার উন্নয়ন করা কোনও ব্যাপারই ছিল না।’

তিনি বলেন, ‘সেই অর্থ যদি আজকে বাংলাদেশের অর্থনীতিতে থাকতো। শুধু ঢাকা নয় বাকি ৫টা মেট্রোপলিটন শহর উন্নত হতো। দেশ একটি উচ্চমধ্যম আয়ের দেশ হিসেবে পরিণত হতো।’

বক্তব্যের শুরুতেই বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মরণ করে খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চান ইশরাক।

আপনি আরও পড়তে পারেন