অশুভ শক্তির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন: মাহবুবুর রহমান

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

দেশ ও রাষ্ট্রের উন্নয়ন বিরোধী অশুভ শক্তির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান। শনিবার বেলা ১১টায় জেলা পরিষদের অর্থায়নে ঢাকার নবাবগঞ্জের কৈলাইল ইউনিয়নে পাড়াগ্রাম নতুন কবরস্থানের সমাপ্ত উন্নয়ন কাজের শুভ উদ্বোধনকালে তিনি জানান। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল হোসেন, আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা শাহআলম মাষ্টার, আলী আহম্মদ মেম্বার, ব্যবসায়ী সৈয়দ আহমেদ, আওয়ামীলীগ নেতা বশির আহমেদ, খন্দকার আব্দুর রহিম, শেখ আব্দুল হালিম, নেসার আহমেদ, পারভেজ মোশারফ প্রমূখ।

 

 

আপনি আরও পড়তে পারেন